Tuesday 20 August 2019

চকরিয়ায় চিংড়িজোনের আলোচিত ত্রাস ১২ মামলার আসামি আল কুমাজ গ্রেপ্তার


চকরিয়া প্রতিনিধি।
চকরিয়া উপজেলার চিংড়িজোনের অন্যতম ত্রাস আলোচিত আলকুমাজকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার চিরিংগা ইউনিয়নের মাছঘাট স্টেশন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আলকুমাজ চিরিংগা ইউনিয়নের পশ্চিম সওদাগর ঘোনা এলাকার জহির আহাম্মদের ছেলে। চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আলকুমাজের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় অন্তত ১২টি মামলা রয়েছে।
থানা পুলিশ জানায়, চিংড়িজোনের শীর্ষ ত্রাস আলকুমাজ গতকাল রোববার দুপুরে স্থানীয় মাছঘাট স্টেশনে অবস্থান করছে এ ধরণের খবর পেয়ে থানার ওসি তদন্ত এসএম শফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটিদল ওই এলাকায় অভিযান শুরু করেন।
ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় থানার এসআই আবদুল বাতেন, প্রিয়লাল ঘোষ ও চম্পক বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি (তদন্ত) এসএম সফিকুল আলম চৌধুরী বলেন, চিংড়িজোনের ত্রাস আলকুমাজ পুলিশের গ্রেফড়ার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। কোরবানী ঈদ উপলক্ষে কদিন আগে সে এলাকায় ফিরে। রোববার দুপুরে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে আমরা অভিযান চালিয়ে আলকুমাজকে গ্রেফতার করতে সক্ষম হই।
ওসি তদন্ত বলেন, উপকূলের চিংড়িজোন এলাকায় হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় গ্রেফতারকৃত আলকুমাজের বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: