সর্বশেষ

Wednesday 8 April 2020

বাঁশখালীতে অস্ত্রসহ মহিলা আটক

বাঁশখালীতে অস্ত্রসহ মহিলা আটক


বাঁশখালী প্রতিনিধি::
বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার দক্ষিণ জলদী থেকে দু’টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড গুলিসহ আমান পাখি প্রকাশ ঝর্না (২০) নামে এক মহিলাকে আটক করেছে।
মঙ্গলবার গভীর রাতে পরিচালিত অভিযানে অস্ত্র রাখার মূল মো. মোরশেদ আলম (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের এসআই দীপক কুমার সিংহ, এসআই নাজমুল হক, এএসআই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার ৯নং ওয়ার্ড়ের দক্ষিণ জলদী মাহবুবুর রহমানের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে মোরশেদ আলমের স্ত্রী আমান পাখি প্রকাশ ঝর্নাকে আটক করে।
অভিযানে তাদের কাছে রক্ষিত দু’টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. মোরশেদ আলম পালিয়ে যায় বলে জানা যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘পৌরসভার দক্ষিণ জলদী এলাকা থেকে দু’টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড গুলিসহ আমান পাখি প্রকাশ ঝর্না নামে এক মহিলাকে আটক করা হয়েছে।’
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া মোরশেদকে আটকের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে জিআর চাল বিতরন সম্পন্ন

ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে জিআর চাল বিতরন সম্পন্ন


সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেরার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে করোনা পরিস্থিতি মোকাবেলায় হতদরিদ্র মানুষদের মধ্যে সরকারী জিআর চাল বিতরন করা হয়েছে।  আজ বুধবার দিনব্যাপি সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের ৩৫০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান আখলাক।

এ সময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেরা খাদ্য নিয়ন্ত্রক মো. সাহাব সাহাব উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মিজানুর রহমান, ইউপি সদস্য সামছুল হক, আলকাব আলী, মো. সুরেতাজ মিয়া, হোসাইন আহমদ লনি, মাহমদ আলী, নিজাম উদ্দিন প্রমুখ।
খাতুনগঞ্জে দেশি পেঁয়াজ ৩৫, মিয়ানমার আদা ১০০ প্রশাসন নির্ধারিত সময়ে খোলা

খাতুনগঞ্জে দেশি পেঁয়াজ ৩৫, মিয়ানমার আদা ১০০ প্রশাসন নির্ধারিত সময়ে খোলা


আব্দুল করিম,
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান::

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকা কর্মসূচি জোরদার করায় দেশের সবচেয়ে বড় পাইকারি বাজারে ক্রেতাসমাগমে ভাটা পড়ছে। নিত্যপণ্য বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, চিনি ইত্যাদি বেচাকেনা হচ্ছে।খাতুনগঞ্জে পেঁয়াজের বড় বিপণিকেন্দ্র হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, সরবরাহ কমে যাওয়ায় কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ২-৩ টাকা বেড়েছে। ভারতের খাসখালী ৩০-৩২ টাকা, নাসিক ৩৮-৪০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ৩৮ টাকা পাইকারিতে বিক্রি হয়েছে বুধবার (৮ এপ্রিল) সকালে। দেশি পেঁয়াজের মধ্যে পাবনার হালি পেঁয়াজ কেজি এবং মেহেরপুরে বড় পেঁয়াজ সর্বোচ্চ ৩৫ টাকা বিক্রি হয়েছে।তিনি জানান, নগরের বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ বন্ধ, বিয়ে, শাদি, মেজবান, ওরস বন্ধ থাকায় পেঁয়াজের চাহিদাও কমে গেছে। এখন ত্রাণের জন্য কিছু পার্টি পেঁয়াজ কিনতে খাতুনগঞ্জে আসছেন। মুদি দোকানিরাও আগের চেয়ে অনেক কম কিনছেন।আড়তদাররা জানান, চীনা রসুন মানভেদে ১১০-১১৫ টাকা, চীনা আদা কয়েক দিনের ব্যবধানে দাম বেড়ে ১৪৫ টাকা, মিয়ানমারের আদা ১০০ টাকা বিক্রি হচ্ছে।
খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ বলেন, বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। পচনশীল ও নিত্যপণ্য বিশেষ করে চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, চিনি, ভোজ্যতেল ইত্যাদির পাইকারি দোকান ও আড়ত সরকার ও প্রশাসন নির্ধারিত সময়ে খোলা থাকছে খাতুনগঞ্জ, চাক্তাই এলাকায়।
করোনায় বেকার হবে ৩৩০ কোটি মানুষ, দেখা দেবে অস্থিরতা!

করোনায় বেকার হবে ৩৩০ কোটি মানুষ, দেখা দেবে অস্থিরতা!


ভয়াল করোনার তাণ্ডব চলছে বিশ্বজুড়ে। লকডাউন হয়ে গেছে অধিকাংশ দেশ ও শহর। বন্ধ হয়ে গেছে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে করোনার যে বিরূপ প্রভাব পড়েছে, তাতে ৩৩০ কোটি কর্মক্ষম মানুষের আংশিক বা পুরোপুরি বেকার হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

জাতিসংঘের এই সহযোগী সংগঠন বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন সংকট বিশ্বে আর আসেনি। তবে বছরের শেষ ছয়মাসে অর্থনীতির চাকা ঘুরে দাঁড়ালে এবং কার্যকর নীতিকৌশল অবলম্বন করা গেলে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে।

আইএলও বলেছে, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বৈশ্বিক কর্মক্ষম মানুষের ৮১ শতাংশ (৩৩০ কোটি) আংশিক বা পুরোপুরিভাবে বেকার হয়ে যেতে পারেন। অর্থাৎ বিশ্বব্যাপী সাড়ে ৩৩০ কোটি মানুষের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। গত বছর ডিসেম্বরে আড়াই কোটি মানুষের নতুন করে বেকার হয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল আইএলও। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দীর্ঘস্থায়ী হওয়ার কারণে সেই পূর্বাভাস আর টিকছে না।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বহু দেশে লকডাউন চলছে। মানুষের স্বাভাবিক চলাফেরার সঙ্গে সঙ্গে বন্ধ রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডও। প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। উৎপাদনে যাচ্ছে না বেশিরভাগ প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান কর্মীদের আংশিক অথবা সম্পূর্ণভাবে চাকরি থেকে অব্যাহতি দিচ্ছে।

আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেছেন, শ্রমিক ও ব্যবসায়ীরা বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। উন্নত ও উন্নয়নশীল, দুই ধরনের দেশেই এ সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিলে হয়তো এ পতন থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলো ৬ দশমিক ৭ শতাংশ কর্মঘণ্টা কমিয়ে দিতে পারে বলে মনে করছে আইএলও। এটি প্রায় ২০ কোটি পূর্ণকালীন কর্মজীবী মানুষের চাকরি হারানোর বাস্তবতা সৃষ্টি করবে। সবচেয়ে হুমকির মুখে পড়বে আরব অঞ্চলের দেশগুলো। এ অঞ্চলের ৫০ লাখ পূর্ণকালীন কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন। ফলে দেখা দিতে পারে অস্থিরতা।

সূত্র- আইএলও।

 এ পর্যন্ত ১৭ লাখ ১৮ হাজার ফোন এসেছে হটলাইনগুলোতে

এ পর্যন্ত ১৭ লাখ ১৮ হাজার ফোন এসেছে হটলাইনগুলোতে


করোনাভাইরাসের কারণে চালু করা হটলাইনগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ পর্যন্ত ১৭ লাখ ১৮ হাজারের বেশি ফোনকল এসেছে। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের পক্ষে ব্রিফ করেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা। আরো উপস্থিত ছিলেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 
দেশে গত ২৪ঘন্টায় শনাক্ত ৫৪, মৃত্যু ৩

দেশে গত ২৪ঘন্টায় শনাক্ত ৫৪, মৃত্যু ৩


মরণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য নিশ্চিত করেন।
এরআগে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচ জন।

সে সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।
ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।
স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন।
বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। ২০৯টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস এখন পর্যন্ত ৮২ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

Tuesday 7 April 2020

করোনা গরমে কম ছড়ায়? - Cox Journal24

করোনা গরমে কম ছড়ায়? - Cox Journal24


তুষারপাতের দিন কাটিয়ে বিশ্বের বেশিরভাগ দেশেই এখন ঋতু পরিবর্তনের হাওয়া। ধীরে ধীরে গরম বাড়ছে; তাপদাহও বাড়ছে। উষ্ণ আবহাওয়া কি নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমাতে পারে?
তাপমাত্রা বাড়লে এই ভাইরাসের প্রাদুর্ভাব কমবে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে বিশ্ব। ইনফ্লুয়েঞ্জার মতো নভেল করোনাভাইরাসও কোনো মৌসুমি সংক্রমণের ধাঁচ অনুসরণ করে কিনা তা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। তবে তার মাত্রা খুব সামান্য হতে পারে বলে তারা সতর্ক করছেন। খবর বিডিনিউজের।
যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাজ্যে ঠাণ্ডার উপসর্গ দেখানো করোনাভাইরাসের অন্য ধরনগুলো নিয়ে প্রাথমিক গবেষণায় ঋতু বদলের সঙ্গে সংক্রমণ বাড়া-কমার সম্পর্ক পাওয়া গেছে। শীতে এটা বেড়ে গেলেও বসন্তে আর থাকে না। তবে অল্প কয়েকটি করোনাভাইরাস আছে যেগুলো গরমেও সংক্রমিত হয় বলে মনে হয়। এইচসিওভি-এনএল৬৩, এইচসিওভি-ওসি৪৩, এইচসিওভি-২২৯ই নিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীদের একটি গবেষণা গত সপ্তাহে প্রকাশ হয়েছে। কয়েক বছর আগের নমুনা বিশ্লেষণ করে ওই গবেষণা বলছে, ফেব্রুয়ারি মাসে করোনাভাইরাসের সংক্রমণের হার অনেক বেশি; কিন্তু গ্রীষ্মে এই প্রকোপ কমে আসে।
তাপমাত্রা পরিবর্তনের সাথে করোনাভাইরাসের বিস্তারে বেশ-কম নিয়ে আরো কিছু গবেষণাতেও দাবি করা হয়েছে বলে জানাচ্ছে গার্ডিয়ান। এরপরও কিছুটা সতর্ক থাকাকেই শ্রেয় মনে করছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ওই গবেষণায় নেতৃত্ব দেওয়া রব অলড্রিজ। গার্ডিয়ানকে তিনি বলেন, তবে নভেল করোনাভাইরাসের প্রকৃতি এখনো বিজ্ঞানীদের কাছে অজানা বলে ঋতু বদলের কারণে এই প্রকোপ প্রভাবিত হবে কিনা তা নিয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। এ কারণে এখন স্বাস্থ্যবিধি মেনে চলাটাই জরুরি।
বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ হুঁশিয়ার করে বলছেন, এই ভাইরাস একেবারে নতুন। মানুষের শরীরে হঠাৎ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া কঠিন। এ কারণেই গ্রীষ্ম এসে গেলেও এই ভাইরাসের সংক্রমণ এখনো থামছে না।
ইমপেরিয়াল কলেজ লন্ডনের ভাইরোলজিস্ট মাইকেল স্কিনার বলেন, ঋতু পরিবর্তন এই ভাইরাসের বিস্তারে প্রভাব ফেললেও তা খুব সামান্য হতে পারে। তা কোনোভাবেই সামাজিক দূরত্ব রাখার বিকল্প হতে পারে না।
রিডিং ইউনিভার্সিটির বেন নিউম্যান সতর্ক করে বলেন, চীনে যখন নভেল করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয় তখন সেখানে জমাট শীত। এসময় সংক্রমণ দেখা দেয় আইসল্যান্ড ও বিষুবরেখায় থাকা ব্রাজিলের পাশাপাশি ইকুয়েডরেও। শীত থেকে বসন্ত আসতে আসতে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে যায়। আর তাই প্রকৃতির ওপর নির্ভর না করে মানুষের সম্মিলিত উদ্যোগে ভাইরাসকে মোকাবিলার ওপর জোর দেন তিনি।
রয়টার্স বলছে, সামপ্রতিক দিনগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ ব্যাপক বেড়ে যাওয়ায় এই ভাইরাস গরমে কম ছড়ানোর তত্ত্ব নিয়ে এর মধ্যেই ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে।
গরম এই অঞ্চলের অনেক দেশে তুলনামূলক সংক্রমণের ঘটনা বসন্তমুখী ইউরোপ ও আমেরিকার জন্য আশা জাগাচ্ছিল। কিন্তু সমপ্রতি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ এশিয়ার দেশ ভারত, এমনকি বাংলাদেশেও পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হারও বাড়ছে। তাই সে আশার গুঁড়েবালি হতে পারে।
সিঙ্গাপুরের লি কোয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক টিক্কি প্যানজেস্তু বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন যা ঘটছে তাতে ‘গরমে কম ছড়ানোর’ তত্ত্ব খাটছে না। ইউরোপের লোকেরা আশা করছে গরম আবহাওয়া এই ভাইরাসকে মেরে ফেলবে। এটার বাস্তবতা নিয়ে আমি খুবই সন্দিহান।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগেই সতর্ক করে দিয়েছে, গরমে নভেল করোনাভাইরাস ছড়ানো কমতে পারে-এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটা গরম বা ঠাণ্ডা যেকোনো আবহাওয়ায় ছড়াতে পারে। তাই প্রকৃতির ওপর আশা না করে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দিতে হবে।
দৈনিক আজাদী
ছেলে হলো মাহমুদুল্লাহর

ছেলে হলো মাহমুদুল্লাহর

কন্যা সন্তানের বাবা হচ্ছেন সাকিবও
করোনার প্রভাবে সারা বিশ্ব যখন স্তিমিত, তখন সুখবর দিলেন বাংলাদেশ দলের দুই সেরা ক্রিকেটার মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান। না মাঠে কিছু করেন নি এ দুজন। এই দুই ক্রিকেটারের ঘর আলো করে আসছে দ্বিতীয় সন্তান। অবশ্য এরই মধ্যে দ্বিতীয় পুত্র সন্তানের জনক হয়েছেন মাহমুদুল্লাহ।
স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে ২০১২ সালের ১২ ডিসেম্বর পথচলা শুরু সাকিব আল হাসানের। এর ঠিক বছর তিনেক পর তাদের ঘর আলো করে এসেছিল প্রথম সন্তান আলাইনা হাসান। এবার দ্বিতীয়বারের মত কন্যা সন্তানের মাতা-পিতা হতে চলেছেন এই দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ে আলাইনার একটি ছবি পোস্ট করেছেন সাকিব। ক্যাপশনে লিখেছেন ‘বিগ সিস্টারহুড’। তবে নবজাতককে নিয়ে বিস্তারিত কিছু জানাননি এখনো।

 বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই দম্পতি। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দুই দেশ মিলিয়ে অবস্থান করেন তারা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুর আগে সাকিব বাংলাদেশে ছিলেন। স্ত্রী কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে থাকার জন্য পাড়ি জমিয়েছিলেন। সেখানে গিয়ে ১৪ দিন একটি হোটেলে সেলফ কোয়ারেন্টাইনে ছিলেন সাকিব। এরপরেই পরিবারের কাছে যান তিনি।
গত অক্টোবরে আইসিসির এক বছরের স্থগিতাদেশসহ মোট দুই বছরের নিষেধাজ্ঞায় পড়েন সাকিব। এরপর থেকেই সব ধরনের ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। জুয়াড়ির দেওয়া প্রস্তাব গোপন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় এই নিষেধাজ্ঞায় পড়েন সাকিব। চলতি বছরের অক্টোবর পর্যন্ত বহাল থাকবে সাকিবের নিষেধাজ্ঞা।
এদিকে এই করোনা আতঙ্কের মাঝে গত সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মাহমুদুল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর নিজেই দিয়েছেন মাহমুদুল্লাহ।
নবজাতক কিংবা মায়ের নয়, বরং হাসপাতালের রেজিস্ট্রির একটি ছবির মাধ্যমে এ খবরটি দিয়েছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। গত রাতে আমাদের দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম হল। সবাই ওর জন্য দোয়া করবেন। একই সঙ্গে দোয়াটি আরবি ও ইংরেজিতে অর্থসহ লিখে দিয়েছেন মাহমুদুল্লাহ। দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা ইন্না নাজ’আলুকা ফি নুহুরিহিম, ওয়া না’উজু বিকা মিন শুরুরিহিম’।
কক্সবাজারে একদিনেই ২৫ জনের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ

কক্সবাজারে একদিনেই ২৫ জনের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ


কক্সবাজার প্রতিনিধি::  
কক্সবাজারে আইইডিসিআর-এর ল্যাবে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) আরো ২৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষায় সবার ফলাফল করোনা নেগেটিভ।
গত ২ এপ্রিল কক্সবাজার মেডিক্যাল কলেজের আইইডিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হওয়ায় পর আজ একদিনে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা হলো।
এর আগে ২৪ জনের করোনা পরীক্ষায় সকলেরই ফলাফল নেগেটিভ বলে জানিয়েছেন সিভিল সার্জন।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, কক্সবাজারে এ পর্যন্ত ৪৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার একদিনেই পরীক্ষা করা হয়েছে ২৫ জনের। রিপোর্টে সকলেই করোনা নেগেটিভ। কক্সবাজারে প্রথম করোনারোগী ধরা পড়ে ২৪ মার্চ। পরে এ রোগীর পুনঃটেস্টে করোনা নেগেটিভ আসে। ৭৮ বছর বয়স্ক এ মহিলা রোগী কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে ৫ এপ্রিল থেকে চকরিয়ার নিজ বাড়িতে রয়েছেন। এতে বলা যায়, এখন কক্সবাজারে কোনো করোনা রোগী নেই।
কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া বলেন, ‘কক্সবাজার মেডিক্যাল কলেজে স্থাপিত আইইডিসিআর-এর ল্যাবে করোনা পরীক্ষায় গতি আনা হয়েছে। ফলে মঙ্গলবার একদিনেই সর্বোচ্চসংখ্যক পরীক্ষা করা সম্ভব হয়েছে।’
সূত্র দৈনিক আজাদী   
লন্ডন প্রবাসী শ্রমিকলীগ সভাপতি শেফিল্ড শাখা নেতা টি এম শাহাব উদ্দীনের অর্থায়নে ছাতকে ২৫০ শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরন

লন্ডন প্রবাসী শ্রমিকলীগ সভাপতি শেফিল্ড শাখা নেতা টি এম শাহাব উদ্দীনের অর্থায়নে ছাতকে ২৫০ শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরন



সুনামগঞ্জ প্রতিনিধি::
বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দুর্ভোগে পড়া দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
গতকাল শনিবার দিনব্যাপী খাদ্যসামগ্রী দোলারবাজার ইউনিয়নের কল্যানপুর, বারগোপি, জটি, মর্যাদ্য, পালপুর, রামপুর, মুক্তারপুর, এসব গ্রামে ২৫০টি পরিবারের মধ্যে বিতরন করেন টি এম শাহাবুদ্দিনের পরিবারের লোকজন। তিনি তাহার পিতা দোলার বাজা


র ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট শালিষ ব্যাক্তিত্ব শিক্ষাঅনুরাগি হাজি আরিছ আলী তাহার মাতা মরহুমা নেহার বেগমের সেবা মুলক ট্রাষ্ট হাজি আরিচ আলি ও নেহার বেগম স্মৃতিপরিষদ নামে এসব ত্রান সামগ্রী প্রদান করেন বলে জানাযায়।
ত্রান সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ২কেজি মসুর ডাল, ২কেজি আলু, ২কেজি পেয়াজ,১লিটার সয়াবিন তেল, ১কেজি লবন,১টি করে সাবান। এসব ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন আওমিলীগ নেতা আব্দুল আলিম মেম্বার, এডভোকেট মাহি, জাহাঙ্গীর আলম,নুরল আলম, জসিম উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা সম্পন্ন

মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা সম্পন্ন


সুনামগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে মহামারী করুনার কারণে হতদরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্য সামরিক বিতরণ করা হয়েছে । গতকাল মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ বালুর মাঠ সংলগ্ন, গরীবদের মধ্যে খাদ্য সামরিক বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আশরাফুর রহমান চৌধুরী ও মানবাধিকার সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফজল সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার ইসলাম সাংগঠনিক সম্পাদক মোঃ ফজল উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেহ আহমদ রাসেল শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার রেজ্জাদ আহমেদ ,তথ্য ও গবেষণা সম্পাদক কয়েস আহমদ সহ ছাতক উপজেলা নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয় বর্তমানে বিশ্বব্যাপী ভয়ংকর ব্যাধি করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট দেশে এবং বিদেশে অবস্থানরত বন্ধু-বান্ধব রাজনৈতিক সহযোদ্ধা আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক নেতা-কর্মীদেরসহ সারা বিশ্বের মোমিন মুসলমানসহ সকলের জন্য মহান আল্লাহর নিকট সুস্থ সুন্দর জীবন কামনা করেন।
ছাত‌কে ‌এলাকাবাসী উ‌দ্যো‌গে সেচ্ছায় ৪টি গ্রাম লকডাউন

ছাত‌কে ‌এলাকাবাসী উ‌দ্যো‌গে সেচ্ছায় ৪টি গ্রাম লকডাউন


‌সুনামগঞ্জ প্রতিনিধি ::
ছাত‌কে ‌সেচ্ছায় ক‌য়েক‌টি গ্রাম লকডাউন করা হ‌য়ে‌ছে। উপ‌জেলার দক্ষিণ খুরমা ইউ‌নিয়‌নের সি‌লেট সুনামগঞ্জ সড়‌কের চৌকা প‌য়ে‌ন্টে বাস দি‌য়ে বে‌রি‌কেট দি‌য়ে এলাকাবাসীর উ‌দ্যোগে "স্ব-ইচ্ছায় এলাকাটি "লকডাউন করা হলো" এমন এক‌টি সা‌ইন‌বোর্ড লা‌গি‌য়ে রাখা হ‌য়। লকডাউন করা চৌকা, হলদিউরা, হরিশ্বরণ, রামচন্দ্রপুর গ্রা‌মে জরুরী কাজ ছাড়া জনসাধারন ও যান চলাচ‌লেও এলাকাবাসীর পক্ষ থে‌কে নি‌ষেধ করা হ‌য়ে‌ছে। এ গ্রামবাসী‌র থে‌কে শিক্ষা নি‌য়ে নিজ গ্রাম বা এলাকা ক‌রোনা ভাইরাসের সয়ক্রমন থে‌কে নিরাপদ রাখার ল‌ক্ষে উপ‌জেলার প্র‌তি‌টি গ্রাম ও পাড়া মহল্লা
"লকডাউন" করা জরুরী ব‌লে স্থানীয় স‌চেতন মহল ম‌নে কর‌ছেন।
আবারও বাবা হওয়ার সুখবর দিলেন সাকিব আল হাসান

আবারও বাবা হওয়ার সুখবর দিলেন সাকিব আল হাসান


কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়ে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়ছিল সাকিব আল হাসানকে। উইসকনসিনের ম্যাডিসন শহরে পরিবারের কাছে ফিরেই একটি সুসংবাদ দিলেন। আবারও বাবা হওয়ার খবর দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে নিজ অফিসিয়াল ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবই।